“আমি, আমি, আমি, সব্বাই আমি। আমারই তৈরি প্রিয়, খেলনা খেলার, আমারই মায়ায় গড়া এই দুনিয়ার, আমিই সবকিছু সারা, আর কেউ নেই আমি ছাড়া, এ সারা ব্রহ্মাণ্ড যত, তার সমগ্র আমি। আমার খেলার সাথী আমি, আমিই তো তুমি। আমি এক ধ্রব সেই, ॐ, সাজে সাজি। আমিই নিজে দুই-তিন ভাগে, অথবা প্রিয় বহুরূপে, রই সদা খেলাতে মজি। প্রাণ আমি, প্রজ্ঞা আমি, আমিই দর্শন। দেহ মোর নাই কভু, ধরিলে দেহ আমি মহা রূপবান। আমিই পরম পুরুষ, আমার আমি আনন্দ-স্বরূপ, আমি নিত্য প্রদীপ্ত। আমিই প্রিয় সবাকার, প্রাণ-মন-বোধ-চিত্ত”। এতো কথা, মোরে বলে সখা, কহিল হেসে অবশেষে। বন্ধু কহিও না যেন আর কেহরে, গল্পের ছলে যা মুই এখন কহিনু তোমারে, শুনলে বিশ্বাস হবেনা কারও, মরবে শেষে অট্টহাসি হেসে।