ক্ষ্যাপা
ভূদেব ভট্টাচার্য্য
ওকে দেখে তোমরা
করোনা অবহেলা,
সবাই যে বলে
সর্বঘটে কাঁঠালি কলা।
কথা একটু বেশি বলে,
এই কথা যে ঠিক।
বলতে গেলে ভাবে না কিছু,
দেখেনা চারিদিক।
ভালো একটা মন আছে তার,
কেউ তো বোঝেনা।
কারো ভালোবাসা পেলে একবার,
তাকেও সে ভুলেনা।
বিপদ কাহারো দেখলে যেমন
ঝাঁপিয়ে সে পড়ে,
সব কাজ শেষ না করে
ফিরবে না সে ঘরে।
অনেকে বলে মাথামোটা,
আসলে তা নয়।
বিপদে বিপাকে পড়লে
তাকেই ডাকতে হয়।
মনে অনেক দুঃখ কষ্ট
সবই থাকে চেপে,
অন্যায় আবদার করলে,
যাবে সে বেকে।
দুঃখ কষ্ট অভাব দারিদ্র,
এই তার সংসার।
সামান্য ই চাহিদা তার,
ভালোবাসা ভালো ব্যবহার।
—oooXXooo—