কে বলেছে
বাংলার সকল পরব
শেষ হয়ে গেছে!?
বারো মাসে
তেরো টি পার্বণ বাংলার
ছিলো, আছে, থাকবেও!
এখন তো
আরও অনেক বেড়েছে!
গত কাল এখানে
প্রায় সব বাড়ীতেই
যেখানে এখনও কিছু মাত্র
সম্ভাবনা আছে
কার্তিক পুজোর ধুম ছিলো
শঙ্খ আর উলু ধ্বনি তে
চারিদিক ছিলো মশগুল
শোনা গেলো খুব!
যে যতোই বলুক
ছেলে মেয়ে দুই ই সমান
তা কি হয়!
সে তো উপরোধে ঢেঁকি গেলা!
দেখছি তো
প্রায় সব বাড়িতেই
শুধু মেয়ের ই জন্ম হয় আজকাল
এতে নারী-পুরুষের ভারসাম্য
রক্ষা কি পাবে!
একটি কি দুটি সন্তানে ই
সন্তুষ্ট থাকতে গিয়েই বিপত্তি যতো!
তাই এ পাঠ-এর, বাড়াবাড়ি রকমের
এর নব পরিচিতি!
কড়াই শুঁটির কচুরী,
রসগোল্লা নলেন গুড়ের
হবে পিঠে পায়েস পাটিসাপটাও
পিকনিকে ও সাথে রবে
তবে তা কি সকলের সহ্য হবে!
আসছে শীতের দিন
মাত্র তো দুটো মাস
কটা ই বা দিন
দেখতে দেখতে চলে যাবে!
তবে বোরোলিন!
সাধু সাধু!?
সে কিন্ত, শীতে তো বটেই,
অন্য অনেক কাজে
অন্য সব দিনেও সঙ্গে রবে
জীবনের সকল পরবে (পর্বে)!