বিযুক্ত হয়েছে মুঠি , মানবশৃঙ্খল
অসীম দাস
তোমাকে ফিরে আসতেই হবে
চার চার যুগ আর বর্ণাশ্রম ভেঙ্গে ।
দিগন্ত -গন্ডীর আয়ুরেখা মুছে যাবে
সমীচীন সময়ের স্রোতে ।
তুমি তো শুধু ধ্বংসের দাবানলে
মারাং বুরু আর টাঁঢ়বারোর
ভয়ার্ত আর্তনাদ শুনে গেছো ।
দেখে গেছো , জ্যোৎস্নার শুভ্র পরীরা
চলে গেছে অভিমানে আরণ্যক মৃত্তিকা ছেড়ে !
নির্মিত দূষণের ক্রোধানলে পুড়ে গেছে প্রভূত সবুজ ।
জলতল কমে কমে ছুঁয়েছে
শেষ দ্রাঘিমার আর্সেনিক শব !
বহুমুখী নিজস্বীর কেঁদো মুঠোফোনে
বিযুক্ত হয়েছে মুঠি , মানবশৃঙ্খল ।
আর নয়, আর নয়।
এ কবিতার ভঙ্গুর কাঠামো
কিভাবে সহ্য করবে আরও উপমার
শব্দ- যন্ত্রণা !
অনন্তর , নিরস্ত সভ্যতার অর্বাচীন গতিমুখ
বদলে যাক আশাবাদী সবুজ প্রত্যয়ে ।
সশব্দে উড়ে যাক সাময়িকী হতাশার পরাজিত ছাই ।
কেননা , সুমহান প্রশ্বাসের হার জিত হার
শেষ কথা নয় ।
অপরাজিতর পথে হেঁটে হেঁটে সরস্বতী কুন্ডীর পাড়ে
বোগেনভেলিয়া আর বিভোল বুলবলির নাচ
চলমান কবিতার অনতি শেষ দৃশ্য হোক ।
কবিতার অনুধ্যান :
শ্যামাপ্রসাদ সরকার
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি কখনো শুধু কবিতা লিখে আমাদের আরণ্যক মায়াযাপনটি উপহার দিতেন তবে যেন তা পড়ে আমরা বলতেই পারতাম,
“অনন্তর , নিরস্ত সভ্যতার অর্বাচীন গতিমুখ
বদলে যাক আশাবাদী সবুজ প্রত্যয়ে..” !