মনেরই দেবতারে,খুজেছো বাহিরে, গির্জা, মসজিদে কখনো মন্দিরে, দেখনি চেয়ে কভু নিজেরই অন্তরে, রয়েছে দিবা নিশি হৃদয় আলো করে। বৃথা এ কোলাহল, বৃথা পূজার ছল ভালোবেসে দেখো মানুষের সেবা করে। যতই পূজা কর, যতই মূর্তি গড় দেবতা বলে যারে আজও মনে কর, থাকে না প্রাণ তাতে যার চরণ ধর, আসল দেবতাকে না দেখে ত্যাজিছো দূরে ঘৃনাভরে। দেখো সে বসে আছে হৃদয় আলো করে। যে ডাকে তোমারে, দেখনি তুমি তারে, ভিক্ষা মাঙ্গিছে আসিয়া তব দ্বারে, ক্ষুধার্ত ছিল সে যে অতিথি নারায়ণ, ফিরায়ে দিলে তারে! এই তো মন্দির, এই তো মসজিদ, এই তো গির্জার, তোমরা রূপকার, তোমরা পুরোহিত তোমরা মৌলবির আছো যে রূপ ধরে। কেবলই টাকা ওড়ে, কেবলই আড়ম্বরে, পূজার নামে শুধু ভন্ডামি করে, ভগবানকে ডাকে মানুষকে ঘৃণা করে, দেখো গো চেয়ে কত মানুষ মরে, কেউ অনাহারে, কেউ অত্যাচারে, ভগবান যদি থাকে তাদেরই অন্তরে, কেমনে পাবে বল মূর্তি পূজা করে। ছিল যে হৃদয়েতে দিয়েছো বার করে, দেখো গো চেয়ে সে যে আছে ও অন্তরে।