পথিকের পথ
রণজিৎ মন্ডল
রাস্তা পথিকের জন্য, পথিক
রাস্তার জন্য,
কেউ কারো নয়, প্রয়োজনে রাস্তা পথিকের আপন হয়,
পথিকও রাস্তার পর নয়!
ক্লান্ত পথিক বসি গাছতলায়,
ভাবিছে আর কত বাকি, আর
যে পারি না, বড় কষ্ট হয়!
রাস্তা নীরবে চাহিয়া রয়,
অবাক পথিক নিজের কষ্টের কথা
কয়,
রাস্তা তো বুক পাতিয়া দেয়, দূর থেকে
দূরান্ত, পথিকের চরণতলে সে নাকি
ধন্য হয়!
ঝরিয়া শুকনো পাতা রাস্তার ধূলায়,
কাঁদিয়া কয়,
এসো কাছে আমরা সবাই আপন
পথের ধূলায়,
এখানেই যে ঠাই মোদের, পথই যে
মোদের সব যন্ত্রনা সয়।
পথ কাঁদে না, কাঁদতে দেখে কত কিছু
কেঁদে কেঁদে মিশে যায়,
ধরনীর এই বিস্তৃত মসৃন ধূলায়!
পথিক আবার চলে, চলার শেষ
নাহি হয়,
কোথায় কবে শেষ হবে, এই চলা
যদি পথ বলে দেয়!
হে ধরনীর ধূলা, হে আমার ভবিষ্যৎ
পথ, বলে দাও, শেষ আমার, শেষ
তোমার কোথায়!
হাসিয়া পথ কয়, শুরু করেছ যেথায়,
শেষও হবে সেথায়,
মিলিবে আসিয়া সবে এই আমারই
ধূলায়!
—oooXXooo—