অমর রামমোহন
প্রেমাঙ্কুর মালাকার
রাজা রামমোহন রায়ের জন্মদিন
২২শে মে ১৭৭২. সেই উপলক্ষে আমার কবিতার শ্রদ্ধার্ঘ
রামমোহনের, মহান ভূমিকা,
ভারতের জাগরণে-
উৎপীড়িতের, পাশে দাঁড়াতেন,
অবিচল প্রাণে-মনে!
ভারতে চলতো, উনিশ শতকে,
সতীর সহমরণ –
ধর্মের নামে, নারী হত্যায়,
ব্যথিত রামমোহন।
ব্রিটিশ শাসক, দুলে ওঠে তাঁর,
তুমুল আন্দোলনে-
ডালহৌসিকে, বাধ্য করেন,
সতীদাহ নিবারণে।
ডালহৌসিযে, আসীন তখন,
ভারতের মসনদে;
রামমোহনের, বিশাল ভূমিকা,
সতীদাহ প্রথা রদে।
ব্রাহ্মণকুল, খড়্গ হস্ত,
রামমোহনের প্রতি!
তবু অবিচল, রামমোহন যে,
সত্য সাধনে ব্রতী।
রামমোহন যে, বিশ্বমানব,
সমাজ সংস্কারক;
রামমোহনকে, ভোলাতো যাবেনা,
অমর সে আজতক!
—ooXXoo—