সত্যিই তুমি পুতুল
সোমনাথ প্রামাণিক
সত্যি তুমি পতুল ! তবে মাটির নও,
রক্তে মাংসে গড়া ।
বিবেক বুদ্ধি তোমার মাটিতেই গোর করা ।।
সংসারে জন্মেছ অর্থ রোজগারের জন্য,
নেই সখ , নেই বেঁচে থাকার অর্থ ।
বুঝবে যখন তখন দেখবে সবই ব্যর্থ ।।
ছোটো থেকে বড় হলে , কিসের আশায় ?
প্রতিপত্তি আর বিত্তের নেশায় ।
তাইতো মশগুল হয়েছো তোমারই পেশায় ।।
পরিবার বিয়ে দিলো তোমায় ,
তবে ঘরে কেনো রাখা ?
শুধু কি মাথায় এক চিলতে সিঁদুর দেখা ।।
কন্যা দান করে পিতা ,
সে তো শাস্ত্রের কথা , অন্যের ঘরে যাবে ।
তবে বিবাহের পর কেনো অন্যথা হবে ।।
স্বামী পেলে এভাবে হেলায় হারাবে ?
নাকি ! তার কাছে ফিরে যাবে ।
ঈর্ষা ,অহংকারে এ জগতে জিতেছে কে কবে ।।
স্বামীর ভালোবাসা তার রূপ যে অন্য ,
আজ তোমারি জন্য সে হয়েছে বন্য ।
প্রতিহিংসার বশে তারে তুমি করিলে নগন্য ।।
বলো কেন এভাবে বাঁচা ?
এ যে মরণ ফাঁদের খাঁচা ।
একদিন কঠিন লোহাতেও পরে যায় মরিচা ।।
ঈর্ষা ,দ্বেষ ছেড়ে নির্মল মনে মানবীর ছাঁচে ,
ফিরে যাও তারি কাছে তাকিও না পাছে ।
দুহাত বাড়ায়ে সে অধীর আগ্রহে আছে ।।
—০০:::XX:::০০—