ভক্তি ব্যবসা ফাঁদে
প্রেমাঙ্কুর মালাকার
কৃষ্ণ ব্যাসের, গল্প খতম,
এবার বুঝেছি মানে;
বক্তা এবার, সুড়সুড়ি দিয়ে,
উস্কানি দেয় দানে।
পনেরো শো থেকে,দানের রকম,
সাতশো পাঁচশো টাকা;
শেষ দান হলো,একশো দশেই,
লাগে ধড়িবাজ পাকা!
এই দানে নাকি, চোদ্দো পুরুষ,
পাবে তৃষ্ণার জল;
সাধু বেশে এরা, ঘুঘু শয়তান,
করছে চাতুরী ছল!
নীচে সাধু বসা, মা-বাপ দেখেনি,
ছেড়ে আসে সংসার-
সিদ্ধ পুরুষ, সাধুরা অর্থ,
ফেরায় যে বারবার।
এরা সাধু বেশে, ভিক্ষা নিতেই,
বসে আছে সার সার ;
বিনা মেহনতে, ব্যবসা জবর!
মোটা টাকা রোজগার!
আমার গিন্নি, ভক্তি ভাষণে,
পুরোপুরি যায় গলে-
একশো দশের, দান দিয়ে এলো,
বলি, ‘পুরো টাকা জলে!’
উপর ওয়ালা, সবই দেখছো,
বিচার করোহে দেখে-
ভক্তি ব্যবসা, ফেঁদে বসে আছে,
সাধুবেশে ছাই মেখে!
প্রেমাঙ্কুর মালাকার
—০০::XX::০০—