☆★☆”সঙ্কটের সংস্কার”☆★☆
○●○●○●○●○●○●○●○
শিব প্রসাদ হালদার
জীবন মৃত্যুর মাঝখানে ছোট্ট একটি উপত্যকায়
আমরা বেঁচে আছি শতকোটি মানুষ,
প্রতিদিন বাঁচার যুদ্ধে; মৃত্যুর সাথে লড়ে।
পরিধি ছোট-আমরা সংখ্যায় বেশী,
এখানে সবাই অবরুদ্ধ-একসাথে জড়সড়।
প্রত্যেকেই একে অপরের প্রতিবেশী,
তবুও বিদ্বেষ,জন্ম নেয় কমবেশী রেষারেষি।
অন্তহীন চাওয়া পাওয়ার অভিলাষে সবাই চায় বাঁচতে,
বাঁচা মরার দ্বন্দ্ব যুদ্ধে, মানুষ আজ জেরবার।
ছুটছে চাঁদে মঙ্গলে-গ্রহ থেকে গ্রহান্তরে,
চায় সব হাতের মুঠোয়-চারিদিকে জয় জয়কার।
তবুও এখানে বেঁচেও মরণ!
কখনও চলে নিঃশব্দে-কখনও বা সশব্দে
আগ্রাসনের অনুশাসন—–।
ভেঙ্গে দেয় সম্প্রীতি-প্রচারেতে অপপ্রচার,
কতশত বহুরূপী মিথ্যা অভিভাষণ;
চোখ রাঙ্গানি-অস্ত্রের ঝনঝনানি-
বারুদের গন্ধে অসহ্য পরিবেশ,
অশান্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে
বিষাক্ত বিষ-বাষ্পের বিস্ফোরণে বিশ্ব আজ উত্তপ্ত।
শান্তির খোঁজে অশান্তির মাঝে উঁকি মারে,
সান্ত্বনার বাণী—–
“ভয় নেই-একদিন ওরা হবে শান্ত-
সাম্যে হবে সঙ্কটের সংস্কার! “
°•°°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°