কর্ম ত্বত্ত
সোমনাথ প্রামানিক
কর্ম ফল নাহি বুঝে মানুষ কর্ম করে
এখন সে যাহাই করে আপন স্বার্থ তরে ।।
অমূল্য এই মনুষ্য জন্ম বৃথাই যায় তাহার
সময় ফুরাইলে তাইত সে করে হাহাকার ।।
সৃষ্টি ত্বত্তে হয়ে আসক্ত নিঃশব্দে বয়ে যায়
মৃত্যু কালে বুঝিতে পারিয়া করে হায়হায় ।।
পূর্ব জন্মের কর্ম ফল ইহ জন্মেও ভোগে
তবুও দেখো কুকর্ম করে স্বার্থ নামক রোগে ।।
পিতা মাতা গুরুজনে যাহাই শিক্ষা দেন
সন্তানেরা গ্রহণ করে তেমনই তো হন ।।
মানবতা মনুষ্য ধর্মের অমূল্য রতন বলে
সেটাই মানব ভুলিয়া গেছে কালের কবলে ।।
কর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম জ্ঞানী মানবের বচন
নিরাসক্ত কর্ম হলো কর্মশাস্ত্রের কথন ।।
কলি কালে সংসার ধর্ম গেছে রসাতলে
ধর্ম আজ বিপন্ন তাই অধর্মের বলে ।।
অর্থ আর প্রতিপত্তি এমনি এক নেশা
মানব তাই বাছিয়া লয় কু কর্মের পেশা ।।
জগৎ হতে যাহা কিছু মানব করে গ্রহণ
মৃত্যু কালে কাল হাতে তাহাই হবে আহরণ ।।
স্বভাব শুধু সঙ্গে যাবে আত্মার অন্তরালে
পর জন্মে জন্ম পাবে ইহ জন্মের কর্মফলে ।।
–~০০০XX০০০~–