শুধু কবিতা’র জন্য
শ্যামাপ্রসাদ সরকার
(দ্বিতীয় পর্ব)
কবিতা: দাবি
কবি: শঙ্খ ঘোষ
সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে মনে রেখো পিছনে কী ছিল ।
দায়িত্ব সুন্দর, প্রতি মুহূর্ত বাড়িয়ে দেয় হাত
সম্পর্কে আনন্দে দূর্বাজলে ।
হয়তো সে নিজেই দেয় না, নিজে তুলে নিতে হয় তাকে
আধেক গড়নে কোনো অভিমানী প্রতিমাবলয় ।
অবসাদে ভরে আসে চোখ ?
হোক, তবু তুমি তো সমস্তখানি নও
ততটা নিজস্ব পাবে যতখানি ছেড়ে দিতে পারো ।
কেউ এসে বসেছিল, কেউ উঠে চলে গেল, কেউ কথা বলেনি কখনো
মন তার চিহ্ন রাখে সবই ।
কুঠুরিতে কুঠুরিতে আর্ত স্বরে ভয় পেয়ে উড়ে যায় কবুতরদল
গলার শিকলচিহ্ন লাল হয়ে জ্বলে থাকে দুরূহ রশ্মির চাপা টানে
মন তার চিহ্ন রেখে দেয় ।
তবু তুমি ভুলে যেতে পারো না কখনো এরই দায়ে
জীবন তোমার কাছে দাবি করেছিল যেন প্রত্যেক মুহূর্তে তুমি কবি ।
………..
অনুধ্যানের আখরে :
– শ্যামাপ্রসাদ সরকার
জীবন অবারিত প্রশ্রয়ে আসক্তি আর অবমাননা দুটোই দিয়ে যায়। সেখানে মেঘের বদলে আগুন যেমন ঝলকে ওঠে তেমনই সমর্পণের পর আসে প্রগাঢ় নির্লিপ্তি। যেন এই অবগাহনটাই শুধু প্রয়োজন ছিল কেবল তার ফলাফলগত তৃপ্তি বা অতৃপ্তি দিয়ে তাকে বিচার করলে চলবে না।
সদ্যপ্রয়াত কবি শঙ্খ ঘোষ তাই অক্লেশে মেলে দিতেই পারেন আর্ষপ্রয়োগের আড়ালে অতি গূঢ় কাব্যধারাকে,
“সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে মনে রেখো পিছনে কী ছিল ।
দায়িত্ব সুন্দর, প্রতি মুহূর্ত বাড়িয়ে দেয় হাত
সম্পর্কে আনন্দে দূর্বাজলে ।
হয়তো সে নিজেই দেয় না, নিজে তুলে নিতে হয় তাকে
আধেক গড়নে কোনো অভিমানী প্রতিমাবলয় ।
অবসাদে ভরে আসে চোখ ?
হোক, তবু তুমি তো সমস্তখানি নও
ততটা নিজস্ব পাবে যতখানি ছেড়ে দিতে পারো ।”
এইটাই যেন আসন্ন ভাবীকালের দাবী তা হল অকারণের ভারে চাপিয়ে রাখা সেই অনপনেয় অধিকারের বোধটাকে মুহূর্তে ছেড়ে চলে যেতে পারা।
এই পরিত্যাজন আসলে সেই বৃহত্তর পাওনাটিকেই পরম যত্নে বলয়ে ঢেকে রাখে বলে অযথা দুঃখবোধ সেখানে আসতেই পারবেনা।
তাই তো যেখানে কবি দেখেন,
“কুঠুরিতে কুঠুরিতে আর্ত স্বরে ভয় পেয়ে উড়ে যায় কবুতরদল
গলার শিকলচিহ্ন লাল হয়ে জ্বলে থাকে দুরূহ রশ্মির চাপা টানে
মন তার চিহ্ন রেখে দেয়…….”
সেই পরমধনটি শুধু একজন কবির কাঙ্খিত নয়, সে যে আসলে সমগ্র জীবনবোধেরই চলকে ওঠা খন্ডিতাংশ।
তবে এটা ঠিক যে একজন সার্থক কবিই এর হদিশ সহজে পেয়ে এসেছে চিরকালের সভ্যতায় নিগঢ়ে। তাই তো এখানেই সে জীবনের ছায়াখেলা সত্ত্বেও অমোঘ প্রতিদানে ঠিক জিতে যায় আজও।
আর সেজন্যই কবি শঙ্খ ঘোষ বলতেই পারেন,
“তবু তুমি ভুলে যেতে পারো না কখনো এরই দায়ে
জীবন তোমার কাছে দাবি করেছিল যেন প্রত্যেক মুহূর্তে তুমি কবি..”
🙏🙏🙏