রোজনামচা-১
শ্যামাপ্রসাদ সরকার
আজকাল অল্পেতেই রাগ ধরে বলে,
ছুঁইনা কোন আসব পরিহাস
দিগ্বিজয়ী বাসব হতে গেলে,
যা যা চাই তার কিছুই পাইনি বলে
উচ্ছ্বাসে কাব্য করি, এটুকুই যা শ্বাস-প্রশ্বাস।
আসলে একদিন আসত আমারো,
যেদিন চোখ খুলেই ভাল লাগত যাপন,
চেনা গন্ধ নাকে আসত কারো…
আবার বালিশ টেনে নিয়ে কপট নিদ্রায়,
তখন বেলাগুলো শুধু গড়িয়েই যেত বলে,
ডাকনামে লজ্জা পেতে বলত সদ্যযৌবন..
অথবা না পাঠানো চিঠির অক্ষরে জমানো কামনা
আসলে আমাদের আর সবকিছু এত উদবৃত্ত হতে শেখেনি তখন,
স্নানপর্বের পর ছিল তাই একটু সিঁদূরগন্ধী আঙূলের বোধন।
আজ মধ্যবয়সে এসে গলা ধরে যায়,
একটু হাঁটার পর আরও দূরত্ব বলে মনে হয়,
অথবা চন্দ্রিমা লেপে দেওয়া অঙ্গনে তার
ছায়াটুকুও বাড়তি বলে ভেবেছি আবার
আসলে আমরা অন্তত সবাই চলে গেছি……
নিজের এপিটাফের থেকে অনেকটাই দূরে
এই চলে যাওয়াটায় আজকাল
খুব বিশদে অভ্যস্ত হতে শিখেছি।
–~০০০XX০০০~–