সিস্টার সিলভিয়া, শোনো!
— পার্থসারথী চট্টোপাধ্যায়
মেঘে মেঘে হারাকিরি, রক্তের স্তবকে কাঁপে ছায়া!
স্তম্ভের আড়ালে চাঁদ, কুয়োতলা— অপার্থিব ডেরা।
চার্চের প্রাচীরে ফোটা বুনোফুল, মেঠো ইঁদুরের —
খুঁড়ে ফেরা সমাচার প্রসঙ্গ চূড়ায় বেজে ওঠে।
অনুশোচনার দিনে ডাহুকের মর্মছেঁড়া ডাক
অশ্বত্থপাতার নিচে প্রভাতফেরির আলো ছুঁয়ে
শিশু-উৎসবের চেনা অবনমহলে চলে যাবে,
মার্কারি আলোর নীল ক্ষিপ্রতায় পুড়ে যাবে মুখ!
আক্ষেপের কৌটোভরা ঠান্ডা জল, ডেলামার্কা রুটি
তুবড়ানো বাটিটাতে চিবুতে ফ্যাকাশে হলো শিশু।
ওর পাশে সিলভিয়া এসো, এসো সেবাব্রতা হাত!
ধূসর গাউন থেকে সতেজ ভোরের ক্লোরোফিল
বিশ্রুত হত্যার রঙে নিয়ে এসো, মৃত্যুহিমে আনো !
সিস্টার, এ কলকাতা তোমার প্রকৃত বাইবেল।
–~০০০XX০০০~–