ভোর
নন্দিতা চক্রবর্ত্তী
—————-
পুজোর ছুটির ভোরে গুনগুন সুর ধরে
বলে গেল হাওয়া
আর নয় চোখ খোলো ভোরের সোনার আলো
এলো বেয়ে খেয়া।
যত কুঁড়ি হল ফুল চারদিক বিলকুল
রঙে রঙে ছেয়ে
আলোর কনার থেকে রং নিয়ে গায়ে মেখে
আলোর সোনায় নিল নেয়ে।
অলিদের মুখে হাসি আজ প্রেমে যাবে ভাসি
গুঞ্জন তুলে
যত মধু নেবে লুটে ফুলেদের বুকে ঠোঁটে
আজ যত ভালোবাসা দোলে।
সাত রঙা প্রজাপতি খুঁজে ফেরে আতিপাতি
কি হারালো তার
নেই তার মুখে হাসি বুক ভরা রাশি রাশি
অভিমান ভার।
পুজোর ভোরের সুর চারদিক ভরপুর
চোখে জল ব্যথা কার বুকে
মায়ার পরশ দিয়ে প্রাণ যায় ছুঁয়ে ছুঁয়ে
ফোটে হাসি ব্যথিতের মুখে।
–~০০০XX০০০~–