নারী =পুরুষ?
আগন্তুক
“”””””””'”””””””””‘”
“””””””””'”””””””””
যেইরূপে,সাইকেল আর বাসের ধাক্কায় ,
সর্বদা বাস চালোকই দোষী হয় ।
সেইরূপ নারীপুরুষ লড়াইয়ের সমতায় ,
পুরুষ পিশছে আইনি জটিলতায়,সর্বদায়।
শুনছি নারী পুরুষ নাকি সম সম!
দেখছি শুনছি যত,ভাবছি তত !
পুরুষ ছোঁয়ায় নারীর নাকি,
ছিন্নহৃদয় দেহের সহস্র ক্ষত !
যদি নারী পুরুষ হয় সম সম ,
সর্বদাই পুরুষ তবে দোষী কেনো?
সমাজ দূষণ কিংবা অশ্লীল আচরণতায় ,
পুরুষ কেনো সর্বত্রে সর্বভাবে রয় দায় ?
সম সম মুখে নয়,যোগ্যতা আর ক্ষমতায়।
নারী পুরুষ যেই হোক্,ক্ষমতা অর্জন করতে হয়।
কর্মপ্রয়াস আর প্রচেষ্টায় ।।
নারী যেই রূপে বাবা হয়না ।
পুরুষ কি রূপে মাতৃত্ব পায়?
পেরেকের কাজ কি কবু ,শাপলের দ্বারা সম্ভব হয় !!
মানি ইহলোকে সবই প্রয়োজন ।
কিছু নয় বেশী বেশী,কিছু নয় কম কম।
একে অপরের পূরক সবে,সবই সবের সম সম!
হিসেব করে দেখি যদি,পাই যে সেথা সহস্র বৈষম্য।
সম মেরু সম মেরু বিকর্ষনে।
নারী পুরুষে ভিন্ন বৈষম্যতায়।
একে অপরের পূরক রূপে,একে অপরের আকর্ষণে
যেই রূপ মন্দ ভালোয়,আধাঁর আলোয়,
আমজনতা আর নেতায় পার্থক্য রয় ।
সেই রূপ নারী পুরুষের বৈষম্য ভিন্নতায়।
যদিও,এক ভিন্ন অপর শূণ্যতায়।।
সবই জেনে সবই বুঝে লড়াই কেনো সম সমের?
আত্মগ্লানি,পদলোভ,স্বভাবের নাকি অভাবের ??
নাকি পুরুষ নারীর বৈষম্যতার ভেদা ভেদের ???
“”””””””””‘”””””””””””””””””””