ধর্মতত্ত্ব
পার্থসারথী চট্টোপাধ্যায়
নাম শুনেছো নেহেরপুরের
শ্রীমান মেহের আলী
মৌলভী যার টেনেছে সীমানারেখা
শাক্তকথায় মত্ত ফকির
নিত্য ভজে কালী
বিপুল বিশ্ব সে ফরমানেই লেখা।
কোথায় ফতোয়া, ধর্মতত্ত্ব গণ্ডি মানলো না
ধ্বংস শ্মশানে পড়লো যে তার রক্ষেকালীর পা !
##
সুধীরকে সব ধিক্কারে কহে
তুই হলি মহা-বীর জাতে,
সংস্কারের বুড়া পিতামহে
একা রেখে, গেলি গির্জাতে !
চোগা চাপকানে ঘোচালি পৈতে
চাপকাব বেটা একরোখা !
যখন ম্লেচ্ছ হয়ে গেলি তুই
বুনো-শুকরের মাংস খা ৷
জবাব দিয়ে বললে সুধীর
তোমরা মিছেই দিচ্ছ গাল
কোন প্রবাহে তোমার রুধির
নীল হয়ে ভাই খুঁজল তাল?
কচি পাঁঠার মাথার ঝোলে
সুরুৎ করে দাও চুমুক
সান্ধ্যকালীন এক কামড়ে
‘রোস্ট চিকেন’ দিচ্ছে সুখ ৷
##
খ্রিস্টান ভায়া মক্কা যাবেন
চলে ট্রেন দূরপাল্লা
রাত্রিবেলায় শোবার আগে
বলেন ‘সেভ মি আল্লা!’
“খ্রীষ্টকে ভুলে পরের ধর্মে
শেষে হলো মন পাততে?”
সাহেব বলেন : জেসাস এখন
বিশ্রামে পাশ্চাত্যে ৷
–~০০০XX০০০~–