কবিতাই মহাবিদ্যা
✒✒✒✒✒✒✒✒
মনীষা সান্যাল (নভশ্রী)
নিবিড় আঁধার, হাতড়ে খুঁজে ফিরি শব্দপ্রদীপ,
পংক্তি বেয়ে এখনও আসেনি নেমে আনকোরা ভোর,
ভীষণ ধীরে ক্রমে আমি হয়ে চলি বিচ্ছিন্ন দ্বীপ,
অপাংক্তেয় ব্যর্থ বুকে হয়রান নিস্ফলা দীর্ঘ প্রহর।
জীবনের চর্যাপদে বেনোজলে একাকার সান্ধ্য ভাষা,
অস্পষ্ট আবছায়ায় অনির্দিষ্ট অসহায় অসহ ইঙ্গিত ,
অপ্রস্তুত পরাস্ত হয় অনাদায়ী অকুণ্ঠ অলীক আশা,
অবিশ্বাস কাঁদিয়ে দেয় , বিশ্বাসে আবারও গড়ি হৃদয়ের ভিত।
ফের বাঁধি প্রত্যয়, ধন্য তোর আশা কুহকিনী,
সাধন আসনেই লব্ধ ব্যর্থতায় দগ্ধে হবো ছাই।
আভাসে দিলো দেখা, মনে হলো যেন তারে অবয়বে চিনি,
আবারও হারিয়ে যায়, অধরায় বারংবার রিপুজলে ঘাই।
আপন যূপকাষ্ঠ গড়ে এবার নিজেই লেপেছি সিঁদুর,
রেখেছি শোক-লোভ-ঈর্ষা-প্রেম-ক্রোধ-মোহ-কাম।
তবুও মুষ্টি সিদ্ধি আজও স্বপ্নসম….বহুজন্ম দূর….
আকাঙ্খিত কাব্যভাষার দিতে হবে দুর্লভ দাম।
নাম-খ্যাতি-যশ-অর্থ কোনও প্রত্যাশা, চাওয়া নেই কিছু,
প্রচারের লোভ যেন কখনোই ছোঁয়াচ না পায়,
শুধু শব্দের,ছন্দের ভালোবাসা অনিবার টেনে রাখে পিছু……
কবিতাই মহাবিদ্যা। সাধনায় বেঁচে আছি ঠায়।
✒✒✒✒✒✒✒✒
✒✒✒✒✒