হিবিজিবি ডট কম
-: উজান উপাধ্যায় :-
কবিতা আদিমতম অসুখের নাম। এই কথা বলতেই রবীন্দ্রনাথ – রঞ্জনার নাম ধরে ডাকলেন।
বহুরেখা কিভাবে ঘুমপাহাড় থেকে ছড়িয়ে যায় তপোবনে!
অনলাইনে ক্লাস করতে হবে বলে দেবেন্দ্রনাথ লেটেস্ট মডেলের ল্যাপটপ এনে দশরথের হাতে দিয়ে বললেন- খেয়াল রাখবি, রবি যেন নেটফ্লিক্স এর প্যাকেজ না আপলোড করে।
গুগল ক্লাসরুমে বসে রবি আঁকছে পুকুরপাড়ের অশত্থ গাছটার ডালে বসা হামিংবার্ডটাকে।
বৌদিদির কাছ থেকে শুনে নিয়েছে ” ঘরে বাইরে আজ “এ অনির্বাণ তূর্না যীশু ভিক্টর স্বাতীলেখা সৌমিত্রকে চ্যালেঞ্জ ছুড়েছে।
কবিতা একটা আদিমতম ওষধির নাম- বিনয়ের গায়ত্রী হঠাৎ ঈশ্বরী হয়ে গেলে এসাইলামে বসে এক্স ইজ ইকুয়াল টু অসীমের নাভি থেকে গড়িয়ে আসা লন্ঠনের ভাঙা কাচের গা থেকে নেমে আসা চারুলতার টোল পড়া গাল বিয়োগ সমুদ্রের গভীর রাতের মায়াবী ঢেউ।
কবিতা এক শোক প্রস্তাব। কবিতা এক দ্বান্দ্বিক সমারোহ।
কবিতা এক উৎসবমুখর স্বপ্নভঙ্গের অঙ্গীকার।
বাসর রাতে চন্দনবনে চাঁদ জ্যোৎস্নার অর্থনৈতিক মূল্যায়ন নিয়ে আগামী সেমিনারের বক্তব্য প্রস্তুত করে।
নারী নক্ষত্র ও পুরুষ নক্ষত্রের মিলনে কবিতা জন্মায়।
অথচ জন্মপরিচয়হীন এই জাতক কবি নামক একদল ফেরিওয়ালার মাথায় প্রেম আর ভালোবাসা নামক দুই সতীনকে চাপিয়ে দিয়ে হাজার বছরের ঘুম কেড়ে নিয়েছে।
কবিতা কোনও ছেলেখেলা নয়। মেয়েখেলাও নয়।
কবিতা আর যাইহোক, কখনোই কবিতা নয়।
–~০০০XX০০০~–