জমি হস্তান্তর
✍ অমিতাভ মল্লিক অমি
রামনিধি খুঁড়ো – সত্তুরের বুড়ো – বিষয় বাসনা ভরা,
আল ঠেলে তিনি – জমি বাড়াবেনি – হিসেবেতে ভারী কড়া।
জমিনখানার – সীমানা টানার – মাসে মাসে আয়োজন,
জমি চার বিঘা – আড়ে ও দীঘা – বেড়ে তা পাঁচে এখন।
কেহ যদি কয় – খুঁড়ো মহাশয় – না ঠেলে কি নয় মোটে?
রেগে পাড়ে গালি – কোথা আল ঠেলি – কোদালের কোপে ওঠে।
বছর বছর – জমির বহর – চৌদিকে যায় বেড়ে,
ভাইপো পাড়ার – না সহিল তার – দেবেনা সে আর ছেড়ে।
ডাকিল আমিন – মাপিল জমিন – তার নেই চার আনা,
ঠেলে আল খুঁড়ো – করিয়াছে বড় – ছোট তার ভাগখানা।
ডাকিল শালিস – করিল নালিশ – ভাইবেটা নীতি মেনে,
রামনিধি দুদু – ঠেলে আল শুধু – জমি বড় করে কেনে?
সভা সুধী কয় – শোন মহাশয় – ছেড়ে দিলে হয় খুঁড়ো,
খুঁড়ো কেশে বলে – সভাসদ দলে – একসাথে দেব পুরো!
একদিনেই কি – সবই নিয়েছি – বহুবর্ষে গেছে বেড়ে,
দিবইতো যবে – ধীরে নিতে হবে – ধীরে ধীরে দেব ছেড়ে।
সকলে গরম – শুনিয়া চরম – বলে কতকাল আর?
বহুৎতো হলো – আর কত বল – শ্মশানেতো পা তোমার।
রামনিধি কয় – হরি দয়াময় – চাইলে বাঁচাবে আরো,
বুঝিতো সকলি – যে জমি দখলি – ছাড়িতে সাধ কি কারো?
সবে কর মাফ – এ বছরে হাফ – সুখ নাই এই দেশে,
সব করে কলি – কারে কিবা বলি – বাকীটা বছর শেষে।
–~০০০XX০০০~–