অনর্গল
✍ জবা ভট্টাচার্য
মন ভালো নেই, মন ভালো নেই কিছুতেই,
কালোযমুনা চোখে জলেরও অভাব নেই—- কখনও কখনও মুহূর্তেরা শাশ্বত হয়ে ওঠে—
কী উন্মুখ , কী আবেগী, আস্বাদী সেই অলীক মুহূর্তেরা— আনন্দ , দুঃখের কোলাজের কারুকাজে মূর্ত হয় যাপিত জীবন।
তবু কিছু অকথিত জীবন বসে হাঁটুমুড়ে চেনা জীবনের পাশে– অন্ধকার রাতে , বৃষ্টির ফিসফিস শব্দে।
কখনও মা নামের নদীতে খরস্রোতা ঢেউ ঘাই মারে– কখনও বাবা শব্দটা হয়ে ওঠে বৃক্ষশীতল ছায়া।।
শব্দহীন এই যাপনে শব্দাতীত গান জেগে ওঠে— অনুভবে অপার্থিব আলো ঢাকে তাদের মুখে, চোখে , ত্বকে, ঘ্রাণে।
বোকা মেয়ে আমি শুধু টের পাই আমার ভেতর এক বধিরের বাস।
বোবাদের তীক্ষ্ণ ব্যথার পাথার আমার রক্তে লাট খায় ।গুমরায় — ছারখার করে দেয় ভেতরঘর।
বাতাস চিরে ফালা ফালা হয়ে যায় নোনাজলে—
শিকড়ের টান ঘিরে আজ শুধুই স্মৃতি আর স্তব্ধতা।
–~০০০XX০০০~–