“নাট্যকারের নাচ!পেলে খরচের আঁচ!”
✍ প্রেমাঙ্কুর মালাকার
গীতিনাট্যটি,বহু কসরতে,
লেখেন ভদ্রলোক!
ছাপাখানাতেই,গীতিনাট্যটি
ছাপাতে চাপলো ঝোঁক।
ছাপানোর আগে, গিরিশ ঘোষকে,
লেখা দিয়ে যান তুলে;
ভালোতো লাগেনি,গিরিশঘোষের
আগাগোড়া পড়ে খুলে!
পরদিন এলো, অমৃতলাল,
গিরিশঘোষের বাড়ি;
গিরিশ বলেন,”দেখো ‘রসরাজ’!
ফাঁপড়ে পড়েছি ভারী!”
“কেমন লিখেছে, গীতিনাট্যটি,
সখীর রাখেনি রোল!
সখী না থাকলে, কিকরে ফুটবে
নাচে আর গানে বোল?”
অমৃতলাল, হেসে বললেন,
“থাকবে বৈকি নাচ!”
“নাট্যকারই তুর্কি নাচবে,
পেয়ে খরচের আঁচ!”
“ছাপাখানা থেকে, আসবে যখন,
মোটা অংকের বিল!”
নাট্যকারের, দুর্দশা ভেবে,
হো হো হাসি খিল খিল!
–~০০০XX০০০~–