“দিবস নিস্প্রয়োজন ”
রণজিৎ মন্ডল
এতো দিবসের কি বা প্রয়োজন,
নারীকে নারী বলে মানতে
পারি যদি দিবস নিস্প্রয়োজন!
স্ত্রী, কণ্যা, মা, বোন
এদের কে নারী, তা কি বলতে পারি?
আমার হলে বোন, নাহলে কাঁদে
ও কাঁদায় যৌবন।
আয়নায় মুখ দেখে ভাবি,
আমি তো মানুষ, আমার নারী জাতি
তারাও তো মানুষ, তবে কেন শুনি
রাতের অন্ধকারে পরিত্যক্ত জঙ্গলে
তার ক্রন্দন!
এতোই অপরাধগ্রস্ত এই শরীরের
রক্ত মাংসের উতরাই চড়াই যৌবন!
বাঁচাও বাঁচাও চিৎকারে আকাশ বাতাস
দলিত মথিত , তবুও কোন উপায় নেই
ক্ষুধার্ত পিসাচের হাত থেকে রক্ষা করা জীবন।
সারা অঙ্গ খুবলে খেয়েও অতৃপ্ত মন,
তাই ছুড়ে দেয় রক্তাক্ত নগ্ন শরীরটা
আগুনে, জ্বলছে আগুন গন্ গন্।
তৃপ্তির শেষ হাসি হেসে বাড়ী ফেরে
নরপিসাচ,
এক গ্লাস জল দিবি বোন্?
কোথা থেকে কি করে আসছো?
এতো রক্ত তোমার শরীরে,খুন না
ধর্ষন?
কি কি করে আমার মা অথবা বোনের
কেড়ে নিয়েছো জীবন!
না,না, আমি নই তোমার বোন্!
আমি শুধু একজন নারী, হতে পারি,
মা অথবা বোন্!
–~০০০XX০০০~–