নদী
✍ শিব প্রসাদ হালদার
আপন মনে বহে চলেছে
শোনে না কথা – মানে না বাধা
মাঝখানে গঙ্গা, গোদাবরী, কাবেরী………
একপারে সিন্ধু, সাংপো –
অন্যপারে পদ্মা, মেঘনা, যমুনা………
বড় চঞ্চলা –স্রোতস্বিনী, খরস্রোতা
কখনও বা উন্মাদিনী
তবুও নয় হিংসা – এ যে শান্তির নমুনা!
এক মনে চলছে
নেই কোন বাধা – নেই কোন সীমানা
চলেছে আপন ধারায়
শোনেনা কারো অনুশাসন – কারো মানা।
নীরবে চলেছে ছুটে – উঠেছে গড়ে তার তীরে,
সভ্যতা- সংস্কৃতি, কৃষ্টির বিকাশ রয়েছে তাদের ঘিরে;
মাতৃসম তাই গর্ভে ধরেছে অসহ্য যন্ত্রণা
কিছু সভ্য মানুষের নির্লজ্জ প্রতিদানের দূষণে……..
কখনও জাগেনা মনে কুমন্ত্রণা।
আপন ভাবনা কখনও ভাবেনা- তবুও পায় শুধু বঞ্চনা,
এমনই উদার বক্ষ আজ দূষণে ভরা
নিভৃতে সহে চলেছে গঞ্চনা!
তবুও করেনা প্রতিবাদ – চলনেও নেই কোন অবসাদ।
তারই বক্ষে কত যে দুঃখ, বুঝবার আছে কে বা!
তবুও নিঃশব্দে করে চলেছে সেবা,
একবার মনে জাগে তাই , হই যদি নদীর মত সবাই;
সেবার লক্ষ্যে সমাজের মাঝে- আমরাও ভেসে যাই!!
–~০০০XX০০০~–