জীবন যখন মরণ
✍ রণজিৎ মন্ডল
মরা নদীতে বান আসে যখন,
ভাসায় দু কূল নিমেষে তখন,
চেয়ে থাকে মোর শুধু দু নয়ন,
ডুবে যায় শরীর ডুবে যায় মন,
যত আছে মোর সঞ্চিত ধন,
বাহিরে প্লাবন অন্তরে দহন,
কাঁদিয়া মরে কত সবুজ বন,
ডুবিয়া জলে, না পুড়িয়া আগুনে
হারাইলো প্রকৃতি অমূল্য ধন।
নিশ্বাসে মোর বিশ্বাস নাই, জীবন
যখন আনিছে মরণ, জলই জীবন,
ক্ষণে ক্ষণে জীবন করিছে হনন,
মিছে মমতায় করিয়া বপন,
এ হৃদয়ে বীজ করিয়া ধারন,
প্রেম ভালোবাসার দ্বার করি উন্মোচন,
পারিনা সহিতে প্রেমের দহন,
জ্বলিয়া পুড়িয়া শেষ হয় মন,
কার প্রেমে ডুবিয়া, কার প্রেমে পুড়িয়া
শুকায় এ মন যেন সবুজ বন।
মরিয়া নদী হারায় প্লাবন,
মারিয়া প্রকৃতির সবুজ বন,
হৃদয় কাঁদে পুড়িয়া কখন,
বিরহের আগুনে জ্বলিয়া মন।
এই নদী বন, এই দেহ মন,
দিয়াছে যে জন, জ্বালাইয়া পুড়াইয়া
কে অনুক্ষণ মারিছে কখন,
হেরিবে কবে খুলিয়া নয়ন,
টুটিয়া কবে বন্ধ দ্বারের দূর্জয় তোরণ।
–~০০০XX০০০~–