জীবনের পথ
✍ সোমনাথ প্রামাণিক
( বর্তমান সময়ে এই মানব জীবনে কি নারী বা কি পুরুষ বেশির ভাগ ক্ষেত্রে প্রত্যেকেই এক জীর্ণ কলুষিত দুর্বল সামাজিকতার মধ্যে একে একে মৃত্যু পথযাত্রী ,আমাদের এই আসা যাওয়ার মধ্যের সময়টা প্রায় উদ্দেশ্যহীনতায় পর্যবসিত হচ্ছে ।তাই এই মানব জীবনের মূল্যবোধ কে তুলে ধরে ,জীবনের পথপ্রদর্শন স্বরূপ এই কবিতাটি পরিবেশন করবার চেষ্টা করলাম i )
অদৃশ্যের লক্ষপটে রোমাঞ্চিত এ জীবন,
ধুকতে ধুকতে বাঁচিয়ে রাখে কোন সে আশার
আস্তরণ।
গৌরব এরই উচ্চ শিখর পাইবে কি হায়,
এক পলকে পাবার লোভে বাঁকা পথেই
আস্ফালন।
করুন সিঁথির ওই ফাঁকে সিঁদুর মাখা মুখটাকে,
কে রাঙাবে এই সুখে জীবন টা কর
উন্মোচন।
বিশ্ব বাসীর মাঝখানে অনেক কথার রেশটেনে,
ভবিষ্য দুঃখ আসবে বলে করিস না রে মিথ্যা
আন্দোলন।
দিক বেদিকের ঐ পাঁকে হাজার গলির ঐ বাঁকে,
ভাসিস যদি সময় স্রোতে মূল্য পাবে না এই
জীবন।
অবাঞ্ছিত উচ্চাশা নগ্ন করে আপন অন্তর মন,
কলুষিত ঐ উন্মাদনাই ধংস মোদের
মানব জীবন।
নিবিড় স্বার্থ এ সংসারে তবু একে অন্যের দলীয়া মারে, আপন ভাবিয়া সে ভাবনা করো
প্রশমন।
–~০০০XX০০০~–