“অভ্যূন্থান”
✍ ডঃ রতনশ্রী ভিক্ষু
তোমার রাজকার্য সতত অপছন্দ
এত পরামর্শ এত মন্থনার পরেও তুমি সজাগ নও
তোমার স্বজনপোষণ কিনা অস্তিত্ব রক্ষায়-
কার জন্য এত দয়া-দাক্ষিণ্য বলতে পার!
এটা পরুষানুক্রমে কিনা জানি না
অপেক্ষায় থাকে সুযোগ সন্ধানী কালপুরুষ-
অভ্যূন্থান খড়গহস্তে, মৃত্যু পরোয়ানা জারি
আমি পুষ্যমিত্র তোমার পুরোহিত ক্ষমা নেই-
এই নাও যোগ্য উপহার মৌর্য সম্রাট বৃহদ্রথ।
তোমার অক্ষমতায় মৌর্যবংশ আজ ধ্বংস্তপে
সুনিশ্চিত শুঙ্গরাজত্ব আমি সিংহাসনে
ব্রাক্ষ্মণরক্তে প্লাবিত শিরা-উপশিরা
বৌদ্ধ হয়ে তোমার কুশপুত্তলিকা প্রজ্জ্বলিত রাজাঙ্গনে,
এখনও কি তুমি রাজা থাকতে চাও?
না ! সেই বাসনার হয়েছে নির্বাণ।
তোমার বর্জিত কর্ম আমাতে আলিঙ্গন
ব্রাক্ষ্মণ্যধর্মের জয়গান মুহূর্তে প্রবল
অবশেষে দাপটের অন্তিম শরণ
অনিত্য সংসারের ক্ষণস্থায়ী শয্যায়।
–~০০০XX০০০~–