“বিশ্বাসযোগ্যতা”
✍ মৃনাল কান্তি বাগচী
নিজের দোষে হারালে বিশ্বাসযোগ্যতা
সুখ হারিয়ে জীবনে নেমে আসে বিমর্ষতা।
সেই ভুলের জন্য করিলে তখন বারে বারে হায় হায়
কিছুই উপায় থাকেনা জীবন হয় বিষাদময়।
বিশ্বাসযোগ্যতার মূল্য জীবনে অপরিসীম
যে হারায় তা,সেই বোঝে তার বেদনা কত অসীম।
নিজ স্বার্থের তরে এ ধরায় বিশ্বাস ভাঙার ঘটনার আছে বহু নজির,
কখনো তা গোপন থাকেনা,সময়ের নিয়মে হয়েছে তা বাহির
বিশ্বাস হরণকারী যুগে যুগে পেয়েছে তার যোগ্য শাস্তি
আপাতকালে যদিও অনেকের ভাগ্যে জোটে প্রশস্তি।
স্বার্থে ও ক্ষমতার লোভে অনেকেই বিশ্বাসযোগ্যতাকে করে হরন
যার পরিনতিতে মনুষত্বকে হারিয়ে অমানবিকতাকে করে বরন।
অবিশ্বাসিকে কেহ শ্রদ্ধা ও ভালবাসেনা এ ধরায়
যতই ক্ষমতাবান ও বিত্তশালী হোক, পরিশেষে সবই হারায়।
অনেকেই আপাত সুখের লোভে মেতে ওঠে বিশ্বাস ভাঙার খেলায়,
জীবন শেষে সবই ইহ জগতে পড়ে থাকে, এ মানব দেহ পঞ্চভূতে হয় লয়।।।।
———– +++++++ ———