“স্বর্গোদ্যান”
✍ রণজিৎ মন্ডল
আজ মনে হয় কোন অজানায়,
হারিয়ে গিয়েছি কোন্
ফুল বাগীচায়।
স্বর্গ কোথায় কে জানে হায়,
জানিনা নরক সেও যে কোথায়,
সবই যে মানুষের সৃষ্টি হেথায়।
সুকর্ম আর কুকর্মের ইতিহাস
মানুষ রেখে চলে যায়,
কেউ বা কর্মগুনে স্বর্গ সুখের স্বাদ এখানেই পায়,
কুকর্মের ফল ভোগ করে কেউ
নরক যন্ত্রনায়।
এই মাটিতেই স্বর্গোদ্যানের ফুল
বাগীচায়,
দেখেছি হাজার রঙিন ফুল
কারো আঙ্গিনায়,
দেখেছি কারো পাপের ফল
কুকর্মের ফলে যেন যোমালয়!
সুখ আর দূঃখ পাশাপাশি রয়,
স্বর্গ, নরকও দেখি যে হেথায়।
মানুষই ঈশ্বর মানুষই অসুর,
মানুষই পারে রচিতে স্বর্গ,
কর্মদোষে কেউ হয় যে ফতুর,
ভুলনা কেউ নও অতি চতুর,
সবাইকে কাদিয়ে কেউ নেবে গো
বিদায়,
কারো বা জীবন যাবে অতি
যন্ত্রনায়।
জীবন কুসুম তাই ফোটাও আগে,
অন্তীমে কেঁদেও কিছু পাবেনা
হেথায়।
–~০০০XX০০০~–