“তখন যিশু ছিলো, ভালোবাসা ছিলো”
✍ কাকলি ভট্টাচার্য্য মৈত্র
সেই ছোটবেলায়, আলাদা কোনো বড়দিন ছিল না
তবে সান্তা ছিল, কিন্তু মোজা ছিল না…
কুয়াশার চাদরে জড়িয়ে, নিজেকে নিঙড়ে নিঃস্ব করতো
খেজুর গাছ।
আজও বুঝি করে।নগর জীবন তবুও বড়দিন খুঁজে মরে
সেই সুস্বাদু দেহরস পান করে,উল্লসিত হতাম
হাড় হিম করা নতুন প্রাতে।
সেই দিনগুলো ছিলো, ভালো দিন,আনন্দের দিন, বড়দিন,
আলাদা কোনো বড়ো দিন ছিলো না….
তখন প্রেম ছিলো,গণেশ মান্ডি ছিলো
যে খেজুর গাছে হাঁড়ি লাগাতো।
তখনও সোনালী ফসল তুলতে ব্যস্ত ছিলো পার্বতী সরেন, ঝিমলি মুর্মুরা
কাস্তে হাতে।
তবুও জঙ্গি মনে হয় নি, প্রেম ছিলো
আছির মিয়াঁর কালো গরুর দুধে মেশানো ছিল ভালোবাসা
বিধর্মী মনে হয়নি তাকে, প্রেম ছিলো
কার্তিক মন্ডলের ক্ষেতের আঁখের রসে স্নেহ ছিলো
বর্ণ খোঁচা দেয় নি তো, প্রেম ছিলো
তখন সান্তা ছিলো, ভালো দিন ছিলো,আনন্দ ছিলো
আলাদা কোনো বড়দিন ছিল না
বসন্তের আবাহনে হলুদ শর্ষেক্ষেতের রেণু মেখে
আলপথ ধরে দৌড়েছি অনেকবার
সাদা বকের সারি লক্ষ্য করে, কেটে যাওয়া ঘুড়ির নেশায়
আতঙ্কে নয়, তখন প্রেম ছিলো
তখনো শান্তা ছিলো, প্রেম ছিলো,আনন্দ ছিলো
আলাদা কোনো বড়দিন ছিল না
…….তখন যীশু ছিলো, ভালোবাসা ছিলো।
–~০০০XX০০০~–