রবিঠাকুর / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প / ২২শে শ্রাবণ সংখ্যা /
রবিঠাকুর কাকলি ঘোষ রবিঠাকুরের সাথে পরিচয় সেই কোন ছোটবেলায়। তখনও সহজ পাঠের গণ্ডি পেরোই নি। বুঝতাম কিছু বলে মনে হয় না। শুধু এক অদ্ভুত ভালোলাগায় মন ভরে থাকত। কেবলই মনে হোত আরো পড়ি। আবার পড়ি। মা বলতেন ” মন দিয়ে পড়। তবে বড় হলে রবিঠাকুরের অনেক কবিতা পড়তে পারবে।” ” রবি ঠাকুর…