লক্ষ্য আমার / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /

“লক্ষ্য আমার” ✍️শিব প্রসাদ হালদার সত্যের সন্ধানে জনতার আহ্বানে নেমেছি আমি পথে, হোক না শক্ত ঝরুক যতই রক্ত থামবো না কোনমতে। চলন্ত পথে জ্বলন্ত ক্ষতে জাগুক যতই যন্ত্রণা, ছুটেই যাব নাইবা পা’ব কঠিন পথে মন্ত্রণা। লক্ষ্য আমার করবই চুরমার যে দূর্গে পাপাচার, হই যদি জেরবার ধারিনাকো ধার আনবোই ন্যায্য অধিকার !! –~০০০XX০০০~–

না বলা কথা / নন্দিতা চক্রবর্ত্তী / বাংলা কবিতা /

না বলা কথা নন্দিতা চক্রবর্ত্তী কথা যদি হারিয়ে যেতে চায় যাক হারিয়ে। মনটা খুলে দাও। তোমার মনের সোনালী রোদ্দুর পড়ুক এসে আমার জানালায়। দুটো চোখে জমিয়ে রাখা কথা হীরের মতো ঝলসাতে চায় যদি সেই আলোতেই পাল তোলা নাও হবো মনকে করো টলটলে জল নদী। মনের নদী, চোখের আলো মিলে নতুন কোন সকাল যদি দেখো সেই…

পুণ্যি খাতা / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /

পুণ্যি খাতা মণিকা বড়ুয়া পার্লামেন্টও এফোঁড় ওফোঁড় হয়। যাবতীয় ধারা ধুতে ধুতে চলেছি যে রোদ , ছায়া সমাবেশে— তারই ঘাম রক্ত মাখামাখি খানা খন্দ ধুয়ে আজীবন শেষ হয়ে যায়! কী কাজে এসেছি যেন এখানে! কোন্ ডানায় ছিল আমার ভাগ্যলিপি! ভুলে গিয়ে সব ময়লা ডাঙা ধুতে থাকি। ধুয়ে যাই টিপ,কাজল রান্নাঘরের ঘুলঘুলি কলপাড়ের শ্যাওলা ছোঁয়াচ না…

সুস্বাগতম নব বর্ষ / আগন্তুক / বাংলা কবিতা /

#সুস্বাগতম নব বর্ষ# আগন্তুক এসো নব , এসো হে , এসো , এসো নব বর্ষে ! এসো মলিন মর্ম মোছায়ে , এসো চিত্ত হরষে ! এসো প্রাণে , এসো গানে , এসো নিত্ত নব ছন্দে ! এসো পূলকে হৃদ প্রাঙ্গণে , এসো সুবাসে সুগন্ধে ! এসো নব , এসো হে , এসো আলোক তরঙ্গ ধরে…

প্রাণসখা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /

প্রাণসখা রণজিৎ মন্ডল রিক্ত না হলে দূঃখ না পেলে তোমাকে যাই যে ভুলে, আমায় দাও গো দূঃখ রাখো গো সুক্ষ দিওনা রসনায় রসাতলে! আমায় দাও গো দূঃখ… যদি সুখ পাই তোমায় ভুলে যাই, ভাসি যে নয়ন জলে, আমি চাই না ও সুখ যে সুখে বিদায় নিয়ে যাও গো চলে! আমায় দাও গো দূঃখ… যদি দাও…