গীতা ও ফুল / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /

গীতা ও ফুল দীননাথ চক্রবর্তী আদরে আদরে পাঁজাকোলে করে তুললো চিতায় আমাকে ভালোবাসা পোশাক ছিলনা পরনে …উলঙ্গ আব্রু খসিয়ে খসিয়ে এখন বে আব্রু তবু সাড়া অঙ্গ জুড়ে সুগন্ধি বাতাস মুখে দেবার জন্য আগুন হৃদয়ের হাতে মনও ছুঁইয়ে দেবে আগুন মুখে একবার না দিলে আত্মার নাকি শান্তি নেই যম তাহলে ফুটন্ত তেলে ভাজবে । চণ্ডাল এখন…

প্রেমের আহুতি / বাবু বিশ্বাস (আগন্তুক) / বাংলা কবিতা /

প্রেমের আহুতি বাবু বিশ্বাস ~আগন্তুক আমি , বারে বারে প্রেমে পরে যাই__ ঘূর্ণীর, চূর্ণীর , দব্-দবা আগুনের, বিরহের বেদনের , ঝরাপাতা ফাগুনের ! প্রেমে পড়ে যাই__ শত্রুর , কান্নার ,কামুকের কামনার , সর্পের , শকুনের , ক্ষুধার্থ হায়নার ! এভাবেই আমি প্রেমে পড়তে থাকি ! দুঃখের, যাতনার , লোভায়িত বাসনার, ধ্বংসের , কংসের, মেঘে ঢাকা…

আলোর উৎসব / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /

আলোর উৎসব সুপর্ণা দত্ত কালী পুজোর রাতটা ঘন আন্ধকারে ঢাকা, মাটি দিয়ে একশো পিদিম তৈরি করে রাখা। সারাটা দিন বায়না করে কান্না দিল জুড়ে, খোকাবাবু বাবার কাছে বাজি কেনবার তরে। কালীপটকা, দোদোমা আর চকলেট বাজি চাই, রকেট বাজি, আলুবোম আর চটপটি কিনবে ভাই। শুনেই বাবা বললো তাকে “খোকন তুমি শোনো, কোনো রকম শব্দ বাজি জ্বালাবে…

স্বতঃস্ফুর্ত প্রকৃতি / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /

স্বতঃস্ফুর্ত প্রকৃতি শ্রী নীলকান্ত মণি বুঝব কী করে এখানেও কোন গুপ্ত সমুদ্র নেই! কোন উল্লেখ ই নেইকো যেখানে তথ্য গুলো ই বা কোথা থেকে এলো! যবে পথ হাঁটি পথ সরে সরে যায় পিছে সরে যাওয়া পথ স্বেচ্ছায় আমাকে সাহায্য করে সামনে এগিয়ে যেতে আপন ইচ্ছা তে! সরে যাওয়া পথ, একা তখনও বুক পেতে পড়ে থাকে…

এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /

“এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে “ মৌসুমী ঘোষাল চৌধুরী *************** দেবমাল্য, পথহারা এই পশ্চিমের কালো মেঘকে তুমি ভালোবেসে ফেলেছ ! পারবে কি হ্যারিকেনের আলোয় তোষক টায় বসতে। পারবে কি জানলে, বৃষ্টি এলেই আমি এলো চুলে ডুরে কাপড়ে ভালোবাসার ঘরে যেতাম। একটা জমানো ভাঁড় গুছিয়ে। প্রথম সেন্টের শিশি, আমার শরীরে মাখিয়ে একটা নাম লিখেছিল…