শাশ্বতিক / স্মৃতি চট্টোপাধ্যায় সমাদ্দার / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /

শাশ্বতিক স্মৃতি চট্টোপাধ্যায় সমাদ্দার আমি দরজা খুলে দিয়েছি কোনো অন্তরাল কোনো শোক বিরহী মিলন চাওয়া মন সবাই বসত করো বৃষ্টিস্নাত গোধূলির বুকে। আমি দরজা খুলে দিয়েছি কোমল গান্ধার বা কড়ি মধ্যম বস এসে অন্দরমহলে কেউ তবু বলে দেবে না বিরহীকাজরী কেমনে স্নাত হয় পা ণি সা তে। আমি দরজা খুলে দিয়েছি বাউল মেঘ ঝরা শ্রাবণ…

তুমি শুধু শান্তি চেয়েছিলে / মৌসুমী মৌ / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /

তুমি শুধু শান্তি চেয়েছিলে মৌসুমী মৌ       চাইলেই কি পাওয়া যায়! এই যেমন তুমি শান্তি চেয়েছিলে অথবা জল! মেঘ যেমন অহেতুক রোদ্দুর দাবী করে যখন-তখন… ভিজে উঠোনের গানে ভেসে যাওয়া কেতকীর ঘ্রাণ সেও, তবু রোদ শ্রাবণে হারায় l চাইলেই কি পাওয়া যায় ভালোবাসা অথবা ছায়া ! গাছেদের সব কথা ভোর কবে বুঝেছিলো !…

ফিরে আসা / জবা ভট্টাচার্য / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /

ফিরে আসা জবা ভট্টাচার্য     পাহাড়টা অনেকদিন মুখ ফিরিয়ে আছে– মেঘ থেকে, বৃষ্টি থেকে, আষাঢ়ের উপুরচুপুর শ্রাবণের বৃষ্টি ভাসান থেকে। গভীর অ-সুখ পাহাড়ের—- শিথানে বরফের মুকুট তার উদ্ধত ভঙ্গীকে ঈশ্বর করে তোলে– সবুজ সেখানে অনাহুত রাতের অন্ধকারে– রুক্ষ পাহাড় নিঃসঙ্গতার ভয়াল গহ্বরে লুকিয়ে ফেলে নিজের অস্তিত্ব। কিন্তু মেঘ তা শুনবে কেন? সে তো পাহাড়…

ফিরে দেখা / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /

☆★☆” ফিরে দেখা “☆★☆ ◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇ শিব প্রসাদ হালদার নিজ গর্ভে ধরা ফুটফুটে শিশু ফেলে যে নারী চলে যায় পরপুরুষের হাত ধরে, মোহ শেষে সতীত্বের দাবী নিয়ে কি করে ফিরবে সে- পরিত্যক্ত সেই “সৎস্বামী “সংসক্ত সংসারে ? অনাগত ভবিষ্যতে কি দেবে জবাব ? কি দিয়ে দেবে সান্ত্বনা- সন্তানের অশান্ত অনুকম্পের অনুভূতিতে ?? পরিণতি বুঝতে না বুঝতেই,…

আষাঢ়ী পূর্ণিমা লগ্নে / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /

আষাঢ়ী পূর্ণিমা লগ্নে মণিকা বড়ুয়া       আমাদের জল মাটির গন্ধে ভেসে ওঠে আবরণ সময়, সম্পদ ও আষাঢ়ী পূর্ণিমার পূর্ণ ফসল। কতই না শান্তি বাণী লুকানো ঐ পূর্ণিমা গর্ভে—। চারি আর্যপথ, অষ্ট মার্গ, পঞ্চশীল, দশশীল, বিদর্শনে ভরানো এ পূর্ণিমার জ্যোতিরেখা—। বিনয় অভিধর্ম সূত্র দর্শনে ত্রিপিটক ছোঁয়ায় প্রজ্ঞারাশি বর্ষিত হোক সকলের হৃদয় অনুভবে—। সেই জ্যোতিতে…