নিয়মে যখন অনিয়ম / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /

নিয়মে যখন অনিয়ম শিব প্রসাদ হালদার   নিয়ম না মানা যেখানে নিয়ম কি হবে সভা ডেকে ? বিচারের নামে ন্যায় নীতির গলাটিপে হবে প্রহসন। বিচার সভায় যত অবিচার নেই কেন তার প্রতিকার ? লাথি মেরে ভেঙ্গে ফ্যালো, ওদের ঐ সিংহাসন। কথা বলা বোবা যারা- চাপে পড়ে ভীরু তারা দিক জ্বেলে-যাক পুড়ে ওদের আস্ফালন। ছিল যত…

রক্ত গড়ায় / মনিকা বড়ুয়া / বাংলা কবিতা /

রক্ত গড়ায় মণিকা বড়ুয়া   রক্ত গড়ায়, রক্ত গড়ায়! মানুষ, নাকি অসুর সভায়! বোধ বোধির সমাধিস্থল এসো না কেউ বাসরতল। নিভেছে আলো বেজেছে কালো। অশ্রু গড়ায় কন্যা গড়ায়। তীর তুলেছি— গড়ে নেবো সিদ্ধ মানুষ, প্রজাপতি– বিষ্ণু- আঁচল মনটি খাঁটি! ————-

আমার মা / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা /

আমার মা কিশোর বিশ্বাস তোমার মা তো আপেল ,কমলা ,কলা ,সন্দেশ খান আমার মা পেটের খিদেয় জোটাতে পারেনা ফ্যান। তোমার মায়ের শাড়ি গহনায় ভরে থাকে সারা গা আমার মায়ের লজ্জা ঢাকার ত্যানাটুকু জোটে না। তোমার মায়ের দশখানা হাত কত রকমের অস্ত্র আমার মা দুইখানা হাতে বাসন মাজতে ব্যস্ত। তোমার মায়ের স্বর্গে মর্ত্যে আনন্দে কাটে দিন…

ওঠো জাগো / আগন্তুক / বাংলা কবিতা /

ওঠো জাগো আগন্তুক ওরে ওঠ তোরা জাগ, ভোর যে হলো তিমির অবসানে ! সুমধুর সুরে গুঞ্জনে গুঞ্জনে,,পাখিদের কলতানে ! ঊষার আলোয় দিগন্ত ছড়ায়ে , ফুলের সুবাসে , আকাশ বাতাস ভরায়ে ! উৎচ্ছল ত্বরঙ্গে,,লাগায়ে দোলা প্রাণে প্রাণে ! পথ যে ডাকিতেছে তোরে , শত হাতছানিতে , চেতনার মুক্ত দ্বারে ! দূর কে নিকট,,অজানাকে জানার ত্বরে !…

বাসনা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /

বাসনা রণজিৎ মন্ডল   বাসনা যখন যাতনাসম বিঁধিছে, এ মনে নিশিদিন, ভালোবাসা তখন নীরবে কাঁদে হৃদয় পিঞ্জরে আশাহীন! নীল নীলিমার সাদা মেঘ যখন কালোতে ঢাকে, মৃয়মান আলোকে সূর্য লুকায়, অন্তরালে থেকে! শ্রাবনের মেঘ ব্যথার সঞ্চারে ঝিরিঝিরি রবে কাঁদে, বাসনার আসন নিস্ফল ক্রন্দনে ভিজিছে অন্য স্বাদে! কে কাঁদিছে মনের গোপন গুহায় নীরবে একা, খুজে খুজে ফিরি…