বুনোহাঁস / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
বুনোহাঁস মৌসুমী ঘোষাল চৌধুরী আজীবন থমকে আছি, দেখেছি মঞ্চের প্রেক্ষিত জুড়ে দীর্ঘ ও বিস্তৃত হিমগিরি। সুন্দর তুমি, ইন্দ্রজাল। প্রত্যাহার করেছ, করেছ শিকার। বলেছ সুতো ছিঁড়ে পড়া ঘুড়িকে হদিশ পথই জানে, মৃত মথের মত মত্ত। আমি কেবলই নোনতা স্বাদে বুনোহাঁস, কবির বুনোহাঁস। বুনো পালকের গন্ধ। জল ও জালের শব্দ থেকে সামান্য পশ্চিমের হাওয়ায় এতটুকু জিরিয়েছি; আজীবন…