মরমী সে মরশুমী দান / শ্রী নীলকান্ত মনি / বাংলা কবিতা /
মরমী সে মরশুমী দান শ্রী নীলকান্ত মনি জ্যৈষ্ঠ মাসের গরম! জ্যেষ্ঠ ভ্রাতার মতন নিরূপায় ঘাড় গুঁজে সব বোঝা বয়৷ জানোই তো বড়ো হওয়ার কতো দায়! জ্যৈষ্ঠ নিজেও কি সইছে না সে দহন!? সংশয়! না হয় রাখলে ই সরিয়ে ধরে নাও তারা জীবনের কিছু ব্যতিক্রম! ঋতুর পর্যায় ধরে তার আসা আর যাওয়া৷ তাকে অতিক্রম করার মতন…