প্রিয় শ্যাম / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
প্রিয় শ্যাম কলমে ✍ : অনিমেষ চ্যাটার্জি ওগো গিরিধারী অপরূপ সাজে, দাঁড়ালে সখা প্রিয়ার হৃদয় মাঝে। শিখিপাখা রূপ করে বিকশিত, শ্বেত শুভ্র বসন শ্যাম পরিহিত। সাজিলে নটবর মুকুতার সাজ, বনফুল মালা পরাইব আজ। কৃষ্ণ বরণ তব যেন মেঘরাশি, গলে কৌস্তুভমণি বড় ভালোবাসি। ওগো হৃদয়নাথ যদি গো আসো, প্রিয়া পানে চাহি মধুর হাসো।…