মরণ যন্ত্রণা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
মরণ যন্ত্রণা রণজিৎ মন্ডল কি হবে আর কি হবে না, ভেবে কোন কূল পাবে না, যত সময় আছে বেলা, সাঙ্গ কর কাজের খেলা, টের পাবে না ডুবলে বেলা, অন্ধকারে অন্ধ হয়েও কাজ যে তোমার শেষ হবে না। মরবে ঘুরে একা একা সাথে তোমার কেউ রবে না! মরণ হলে স্মরণ সভার কি দাম থাকে তোমার আমার,…