ভুলে যাবে আমায় / নন্দিতা চক্রবর্তী / বাংলা কবিতা /
ভুলে যাবে আমায় নন্দিতা চক্রবর্তী তুমি বলেছিলে ভুলে যাবে আমায়। আর কখনও আমার জন্য কাঁদবে না। বিষন্নতায় হৃদয় পাথর হয়ে গেলেও আমার কথা ভাববে না। বসন্তে কোকিল যখন উঠবে ডেকে আকুল আহ্বানে ব্যাকুল হবে বাতাস তখনও তুমি মুখ রাখবে ফিরিয়ে আমার দিকে তাকাবে না। শরতে নীল আকাশে ভাসবে সাদা মেঘ। বলাকারা ডানা মেলে উড়ে…