শুধু কবিতার জন্য / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
” শুধু কবিতার জন্য “ শ্যামাপ্রসাদ সরকার ( শেষ পর্ব) তুমিও বৃষ্টি স্মৃতি চট্টোপাধ্যায় সমাদ্দার আমি তোমায় বৃষ্টি নামেও ডাকতে পারি সেই যে দিন তুমি ধরেছিলে আমার মধ্যমা দিয়েছিলে একটি চুম্বন সেদিন তো বুক জলে দাঁড়িয়ে ছিলাম কালজানি নদীটির সুখে একটুও হেলো নি তুমি আমি ও কাঁপিনি তোমার বুকে। আজো রোজ বৃষ্টি ঝরে…