এসো হে বীর সুভাষ / আগন্তুক / বাংলা কবিতা /
এসো হে বীর সুভাষ আগন্তুক তোমার সাথে হয়নি দেখা , হয়নি চলা এক সাথে ! হয়নি তোমার অগ্নি প্রভায় , সিক্ত হওয়া নিঝুম রাতে ! হয়নি তোমার দেশ:প্রেমের , আত্ম দানের মুল্য দেওয়া ! হয়নি তব চরম পন্থীত্ত , মুক্ত হৃদয়ে মাখিয়ে নেওয়া ! তবুও দু-চোখ তোমায় খোঁজে , আকাশ বাতাস ভূতলেতে ! যে…