কুসুম’দিটা কালো ছিল / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প /
কুসুম’দিটা কালো ছিল ●বাসুদেব চন্দ ‘কুসুম’দি’ নামে আমার একটা দিদি ছিল। শুধু আমার কেন, গোটা পাড়ার লোকের ও দিদি ছিল। যদ্দুর মনে পড়ে ওর বাড়ি ছিল বাঁকুড়ায়। সেখানে আপনজন কেউ না থাকায় ও আমাদের পাড়ার এক বামুন বাড়িতে থাকত। আমার তখন ক্লাস ফাইভ-সিক্সে পড়ার বয়স। থাকি বিধানপল্লী। কুসুমদি থাকে মধ্য-বিধানপল্লী। আমাদের বাড়ি থেকে দৌড়ে যেতে…