স্বপ্ন মদিরা / মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
স্বপ্ন মদিরা মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) মনে পড়ে কবিতা-দুঃখ মুদ্রায় বহু স্বপ্নজাল তমসা রজনীর – অপ্সরী পূর্ণিমা বসন্ত নিমন্ত্রণ! পরান প্রতিমা হৃদয় চন্দ্রমা আলোহীন একাকিত্ব ছন্দহারা যন্ত্রণার পতিব্রত বিরহ দহন! দেহ মৃত্তিকায় সহস্র পুষ্প বৃষ্টি জল ফড়িং ডানায় রোদ প্রেম ক্ষনিক বিনিময় উতল হাওয়া মাতা পিতা পর, নতুন ভোর মায়াদেবী অর্ধাঙ্গিনী সংসার নব প্রজন্ম নতুন…