ভিটের টানে (চতুর্থপর্ব) / সলিল চক্রবর্ত্তী / বাংলা ধারাবাহিক ভ্রমণ কাহিনী /
ভিটের টানে (চতুর্থপর্ব) সলিল চক্রবর্ত্তী “ভোরের হাওয়া জানিয়ে দিল, ফেলে যাওয়া সেই ভিটের টান” অনুভূতিটা আমার সহধর্মিণীর। স্থান,কাল,পাত্র অতীতের স্মৃতিকে বর্তমানে ফিরিয়ে আনে। ভোর পাঁচটায় এ সি লাক্সারি রকেট সার্ভিস বাস এসে দাঁড়াল খুলনার সাতক্ষীরা বাস স্ট্যান্ডে । এটি একটি মফস্বল শহর। বাস থেকে নামতেই একটা ফুরফুরে শিতল মনোরম বাতাস সারা শরীরে ছড়িয়ে পড়ল, যেটা…