সিঁড়ি / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
সিঁড়ি সুপর্ণা দত্ত সিঁড়ি বলতে আমরা বুঝি শক্ত কিছু ধাপ, ওঠানামার কাজে লাগে জীবন হোক বা উচ্চ স্থান, নির্দিষ্ট নিয়ম বা মাপে সাজানো থাকে, ধাপ,পইঠা, মই বা সোপান নামে চিনি আমরা যাকে। শক্তপোক্ত হওয়া চাই নইলে উপরে ওঠা দায। অনেক রকমের সিঁড়ি দেখেছি এ জীবনে, যেখানে যেমন সেখানে তেমন সিঁড়ি রয়েছে বিদ্যমান, মাটির দোতলা,তিনতলা বা…