ফেরারি / বাবু বিশ্বাস (আগান্তুক) / বাংলা কবিতা /
ফেরারি বাবু বিশ্বাস (আগান্তুক) যে মানুষটার ফেরার কথা,ফেরেনি! প্রহর গোনায় প্রহর গোনায়.. তিমির জাগে দিবস ফুরায়! একলা আকাশ একলা উঠোন বিরহ যাপন, যার,সুখের স্রোতে ভাসার কথা,ভাসেনি! যে মানুষটার ফেরার কথা,ফেরেনি! চাতকিয় বুকের ভীতর,মেঘহীন দগ্ধ তপ্তদুপুর! অশ্রুভরা আঁখিদ্বয়ে,মরীচিকা দূর-বহুদূর ! তবুও ভাবে,,সে-জন এসে, মধুর সুরে ডাকবে কাছে! আলতো ছুঁয়ে চোখ মুছিয়ে,জড়িয়ে নেবে বুকের মাঝে! তার এসব…