সবাই বুঝতে ব্যর্থ! বিদূষক বলে অর্থ! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“সবাই বুঝতে ব্যর্থ! বিদূষক বলে অর্থ!” প্রেমাঙ্কুর মালাকার প্রদর্শনীতে, তিন খানা ছবি, ছিলো পরপর রাখা- মুখের আদল, তিনটিতে এক, এক শিল্পীর আঁকা! প্রথম ছবিতে,একটি মানুষ, ভারী চিন্তিত মুখ! দ্বিতীয় ছবিতে,সেই লোক শোকে, চাপড়ে চলেছে বুক! তৃতীয় ছবিতে,একটি মানুষ, পরমানন্দে নাচে! মানব মনের, কি তিন বিষয়? ছবিতে লুকিয়ে আছে? রাজাও অবাক!থমকে গেলেন, সেই তিন ছবি দেখে-…