রাস্তা / নিলয় বরণ সোম / মুক্তগদ্য /
রাস্তা নিলয় বরণ সোম অথচ রোজ পাকদণ্ডী বেয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হত এমন তো নয়। টিলা ভেঙে যাতায়াত করতে হত বটে , কিন্তু জীবনের অনেকটা পথই তো সমতলের রাস্তা বেয়ে চলা। তবু , রাস্তার কথা উঠলেই , সুদূর শৈশবে , ত্রিপুরার উত্তরে, মাহিন্দ্রা জীপের সওয়ার হয়ে , পাহাড়ি পথ বেয়ে বারো মুড়া আর আঠারো…