ঘ্রাণ (সাদাত হোসেন মান্টো) / অনুবাদ- শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
ঘ্রাণ (সাদাত হোসেন মান্টো) অনুবাদ- শ্যামাপ্রসাদ সরকার বৃষ্টিতে অশ্বত্থগাছটার পাতা ধুয়ে যাবার পর একটা আচ্ছন্ন করে দেওয়া গন্ধ ঘরটা জুড়ে আছে। বাইরের ঘরের জানলা দিয়ে দেখতে পেল একটি মারাঠি মেয়ের ছায়াটা এগিয়ে আসছে। বড় অনুজ্জ্বল বেশবাসের সে। কোথাও যেন তার ঝলমলে ভাবটা সে যেন ভুলে ফেলে এসেছে। ঘরের মধ্যে ঢুকে এসে তার মৃদু কম্পন…