পক্ষী বিশারদ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
পক্ষী বিশারদ মৃনাল কান্তি বাগচী দুটি শালিক করছে কিচির মিচির বসে গাছের ডালে। ছোট্ট খোকা তাইনা দেখে মাকে ডেকে বলে, ” কি বলছে শালিক দুটি? বলোতো আমায় মা।” মা বলে, ” ওরে খোকা! আমিতো ওদের ভাষা বুঝিনা, ভাষা না বুঝলে কি করে বলি আমি তাদের সেই কথা? কিযে তারা বলছে বুঝিনা তার ছাতা মাথা। পাখির…