অরিত্র সেনগুপ্তের মৃত্যু / নবু / বাংলা ছোট গল্প /
***অরিত্র সেনগুপ্তের মৃত্যু*** নবু কলকাতার প্রখ্যাত শিল্প সংগ্রাহক শ্রী অরিত্র সেনগুপ্তের মৃত্যু নিয়ে শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁর বিরল ও মূল্যবান চিত্রকর্মের বিশাল সংগ্রহের জন্য তিনি সুপরিচিত ছিলেন, এবং এই সংগ্রহের মধ্যে বহু অনন্য শিল্পকর্ম ছিল যা পৃথিবীর খুব কম মানুষই দেখার সুযোগ পেয়েছে। সারা জীবন ধরে তিনি এই চিত্রকর্মগুলোকে সযত্নে রক্ষা করেছেন, যেন তারাই…